ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামে বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিল্টু নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। বাকি আহতরা ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
এলাকাবাসীর বরাতে জানা যায়, রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী শাহিন উদ্দীনকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার (২১ নভেম্বর) রাতে উত্তেজনা তৈরি হয়। এরই জেরে সকালেই রফিকুলের বাড়িতে হামলার ঘটনা ঘটে এবং পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে শিল্টু (৪৫), কিতাবদি সর্দার (৬৫), লিটন (৩৫), সামছুদ্দি (৫০), শিপন (৪৫), ইদ্রিস (৪৭), ওলিয়ার (৫২), আনারুল (৪০), আনন্দ (৪২) ও আজিজুল (৩৮) রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমআরএফ


