ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে এক গৃহবধূ লিমা বেগম শ্বশুরের আঘাতে প্রাণ হারিয়েছেন। রোববার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ অভিযুক্ত মুকুল শেখকে আটক করেছে। নিহত লিমা বেগম মুকবুল শেখের ছেলে মজনু শেখের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে লিমা বেগম ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে যাচ্ছিলেন। তখন সেখানে দাঁড়িয়ে থাকা তার শ্বশুর মুকুল বঁটি দিয়ে লিমার শরীরে কোপ দেন। চিৎকার শুনে বাড়ির অন্যরা এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুর রহমান জানান, নিহতের বুকের ওপরের অংশে ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, নিহতের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক মুকুল শেখ মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।
সিএ/এমআর


