চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি।
ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট এখনও ঘটনাস্থলে কাজ করছে। আগুন নেভাতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরাও অংশ নেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিইপিজেডের একটি আটতলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে আশপাশের কয়েকশ মিটার এলাকা পর্যন্ত তাপ অনুভূত হয়।
ফায়ার সার্ভিস জানায়, সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ভবনটিতে দুটি প্রতিষ্ঠান রয়েছে— অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানি। ভবনের সপ্তম তলায় থাকা এই দুটি প্রতিষ্ঠানের গুদাম থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অ্যাডামস ক্যাপে টাওয়েল ও ক্যাপ তৈরি হয়, আর জিহং মেডিকেল কোম্পানিতে তৈরি হয় সার্জিক্যাল গাউনসহ চিকিৎসা সরঞ্জাম।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, “সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আমাদের ১৭ ইউনিট এখনও কাজ করছে। আগুন পুরোপুরি নির্বাপণে সময় লাগবে।” আগুনের কারণ এখনো জানা যায়নি বলে তিনি জানান।
সিএ/এমআর