চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধের পাঁচ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সংগঠনের নেতারা অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বলেন, “হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং হাটহাজারী মডেল থানার ওসিসহ প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে বাসচাপায় হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরী নিহত হন। ঘটনার পর ক্ষুব্ধ নেতাকর্মীরা ঘাতক চালক, গাড়ি ও মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় যান মামলা করতে। তবে পুলিশ তাদের প্রস্তাবিত এজাহার গ্রহণ না করে নিজেরা মামলা লেখার প্রস্তাব দেয়।
এতে হেফাজত নেতারা রাজি না হয়ে অভিযোগে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ উল্লেখ করতে জোর দেন। কিন্তু পুলিশ তাতে সম্মতি না দেওয়ায় সংগঠনটি বুধবার (৮ অক্টোবর) হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ করলে চট্টগ্রাম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে।
সিএ/এমআর