চট্টগ্রামের হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনায় হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। এতে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।
বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে অবরোধে হাটহাজারী বাসস্ট্যান্ড, বাজার ও কলেজ গেটসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুরোপুরি অচল হয়ে পড়ে চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ।
হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) শান্তির দ্বীপ এলাকায় একটি বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন সোহেল চৌধুরী। তিনি অভিযোগ করেন, মামলা করতে গেলে পুলিশ তাদের প্রস্তাবিত এজাহার না নিয়ে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বাদ দেওয়ার শর্ত দেয়। এতে রাজি না হওয়ায় পুলিশ মামলা নেয়নি। এর প্রতিবাদে অবরোধ চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছে। বিষয়টি সমাধানের জন্য আলোচনার চেষ্টা চলছে।
সিএ/এমআর