রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির তথ্য তুলে ধরা হলো।
দিনের শুরুতে জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট (ব্যাকব) এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন ব্যাকবের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হোসাইন উদ্দিন শেখর। সংগঠনটির পক্ষ থেকে সমসাময়িক বিষয় ও পেশাগত বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরার কথা রয়েছে।
একই সময়ে রাজধানীতে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘ভূমিকম্পে জীবন ও সম্পদ রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। সেমিনারে ভূমিকম্প ঝুঁকি, প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা থাকার কথা রয়েছে।
এদিকে বিকালে তথ্য উপদেষ্টার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বিকাল ৩টায় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে শিক্ষা ও প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সিএ/এএ


