সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে নির্ধারিত সূচি অনুযায়ী মেলাটির উদ্বোধন হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ জানুয়ারি (শনিবার) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইপিবির উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী আয়োজন পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এই ঘোষণার পর জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে মেলার সময়সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইপিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় শোক দিবসের মর্যাদা বজায় রাখা এবং রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় নিশ্চিত করতেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করে নতুন তারিখে মেলার উদ্বোধন আয়োজন করা হবে।
উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রদর্শনী হিসেবে পরিচিত। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রতিবছর এ মেলা শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সিএ/এএ


