শীতের তীব্রতার সঙ্গে বাড়তে থাকা ঘন কুয়াশার কারণে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু ফ্লাইটের চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কম দৃষ্টিসীমার কারণে বেশ কিছু দেশি ও বিদেশি ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে কিছু ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে।
তবে স্বস্তির খবর হলো, দৃশ্যমানতা একেবারেই শূন্যে নামেনি, তাই কোনো ফ্লাইটকে অন্য কোনো বিমানবন্দরে ডাইভার্ট করতে হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ধীরে ধীরে কমতে শুরু করায় বর্তমানে ফ্লাইট অপারেশন স্বাভাবিক হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্থিতিশীল রয়েছে এবং বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের এয়ারলাইনসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।
সিএ/এএ


