চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত দুষ্কৃতকারী মো. ফারুক ওরফে চাপাতি ফারুককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা, সদরঘাট থানাসহ বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে। সম্প্রতি সিএমপির প্রকাশিত ৩০০ দুষ্কৃতকারীর তালিকায় তার নাম ২২৭ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমপির গোয়েন্দা শাখার দক্ষিণ বিভাগের বিশেষ ফোর্স পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরের আইস ফ্যাক্টরি রোড এলাকা থেকে চাপাতি ফারুককে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে তার সহযোগী সজীবকেও আটক করে পুলিশ। সজীবের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, “নগরের স্টেশন রোড, নিউ মার্কেটসহ তৎসংলগ্ন এলাকায় যাবতীয় অপকর্মের হোতা চাপাতি ফারুক।” তিনি আরও জানান, “ফারুককে আমরা আইস ফ্যাক্টরি রোড থেকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত ৯টা মামলা পেয়েছি। আরো মামলা রয়েছে, আমরা সিডিএমএস যাচাই করছি।”
পুলিশ জানায়, চাপাতি ফারুক নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়াকুব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দলবল নিয়ে স্টেশন রোড ছাড়াও কদমতলী, বিআরটিএ ও আশপাশের এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছিলেন। একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়তেন তিনি।
গ্রেপ্তার সজীব ময়মনসিংহের কোতোয়ালি থানার কালীবাড়ি রোড এলাকার আজাদের ছেলে। পুলিশ জানায়, সজীবও একই এলাকায় অস্ত্র, মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত।
সিএ/এএ


