নারায়ণগঞ্জের ফতুল্লায় শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মাইনুল ইসলাম পাভেলকে (৩৪) পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার শাসনগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মাইনুলের কোমরে লুকানো অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তাকে থানায় নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, মাইনুল ইসলাম পাভেল দীর্ঘদিন ধরে আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, বিগত সরকারের শাসনামলে আজমেরী ওসমানের ছত্রছায়ায় সে বিসিক শিল্পাঞ্চলসহ আশপাশের এলাকায় প্রভাব বিস্তার করে ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রের উৎস সম্পর্কেও তদন্ত চলছে।
তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিএ/এএ


