বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়ন করবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে পে কমিশনের প্রতিবেদন শুধুই জমা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এটি বাস্তবায়ন করবে না। নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়ন বা বাতিল যেকোনোটিই করতে পারবে। প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকারের জন্য কোনো চাপ সৃষ্টি করবে না।’
তিনি আরও বলেন, বেতন বৃদ্ধির বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ থাকায় নির্বাচিত সরকার যাতে সমস্যার মুখোমুখি না হয়, সে জন্যই অন্তর্বর্তীকালীন পে কমিশন গঠন করা হয়েছে।
এর পাশাপাশি জ্বালানি উপদেষ্টা জানান, হ্যাঁ ভোটের জন্য কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। সামরিক সরঞ্জাম কেনার জন্য বাংলাদেশ এখনই চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনে জমি বরাদ্দ করেছে। ভবিষ্যতে দেশে সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে।
সভায় রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া র্যাবের জন্য ১০০টি জিপ এবং ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমতি প্রদান করা হয়েছে।
সিএ/এএ


