দিনাজপুর জেলার পার্বতীপুর একটি গুরুত্বপূর্ণ ও প্রাচীন উপজেলা হলেও দীর্ঘদিন ধরে এখানে সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত বিনোদনমূলক স্থাপনার অভাব ছিল। প্রাতঃভ্রমণ কিংবা বিকেলে কিছু সময় কাটানোর মতো খোলা জায়গা না থাকায় স্থানীয়দের মধ্যে এ নিয়ে আক্ষেপ ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনোদনের সুযোগ সৃষ্টি করতে নেওয়া হয় পরিকল্পনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের পরিকল্পনায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ করা হয়েছে একটি মিনি পার্ক। আকারে ছোট হলেও এটি এলাকাবাসীর জন্য স্বস্তির জায়গা হিসেবে বিবেচিত হচ্ছে। পার্কটির নামকরণ করা হয়েছে ‘পায়রাবতী’। এই উদ্যোগের জন্য স্থানীয়দের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন উপজেলা প্রশাসন।
সোমবার সন্ধ্যায় গাছের চারা রোপণের মাধ্যমে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সবুজায়ন ও পরিবেশবান্ধব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ। বক্তারা বলেন, উপজেলা পরিষদ চত্বরে এমন একটি মিনি পার্ক নির্মাণ স্থানীয় জনগণের জন্য ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। এটি স্থানীয়দের বিনোদনের পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, এই পার্কটি ভবিষ্যতে এলাকাবাসীর জন্য একটি শান্ত ও স্বাস্থ্যকর বিনোদনস্থল হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনকে ধন্যবাদ জানান।
এ সময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সিএ/এএ


