ঢাকা-খুলনা মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজপাট মরা খালের মাথা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রকিত ফকির (৭৫)। তিনি মোল্লাহাট উপজেলার গাওলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ভাই ফকির নিজাম উদ্দিন জানান, ঢাকা-খুলনা মহাসড়ক থেকে মোটরসাইকেলযোগে গ্রামের সড়কে নামার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রকিত ফকির গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের কাছে কোনো তথ্য পৌঁছায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সিএ/এএ


