বড়লেখার সীমান্ত এলাকা নাটিটিলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় পাইপ গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে বড়লেখা উপজেলা সীমান্তবর্তী গান্দাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৮০/এম এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় পাইপ গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আতাউর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ‘যে কোনো ধরণের অপতৎপরতা এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত কার্যক্রম প্রতিহত করতে বিজিবির অভিযান চলবে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সিএ/এএ


