এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ সীমিত হওয়ায় আজ ২৪ ঘণ্টা তিতাস গ্যাসের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাব হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত সব এলাকায় গ্রাহক পর্যায়ে স্বল্পচাপ বিরাজ করবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এই সময়ের মধ্যে চুলা জ্বালাতে সমস্যা, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাসচালিত কার্যক্রমে ধীরগতি দেখা দিতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট টিম সার্বক্ষণিক কাজ করছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।
সিএ/এএ


