দেশে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তার বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের ৯টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, বুধবার তা বৃদ্ধি পেয়ে অন্তত ৪টি বিভাগসহ ১২টি জেলায় পৌঁছেছে। বর্তমানে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের পাশাপাশি টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায় শৈত্যপ্রবাহের প্রভাব দেখা যাচ্ছে। এসব অঞ্চলে ভোর ও সকাল পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার আধিক্য বজায় থাকতে পারে।
চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রাজশাহী বিভাগে হয়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, আর বুধবার রাজশাহীর বদলগাছীতে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, শৈত্যপ্রবাহের এলাকা বেড়েছে হলেও শীতের তীব্র অনুভূতি কমে গেছে। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কুয়াশার পরিমাণ কিছুটা কমে যাওয়ায় দিনের বেলায় সূর্যের তাপ বেশি পাওয়া যাচ্ছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বাড়ায় শীতের তীব্রতা তুলনামূলকভাবে কম অনুভূত হচ্ছে।
সিএ/এএ


