কুমিল্লার ১১টি আসনে মোট ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের প্রার্থীদের মনোনয়ন পরীক্ষা করে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনের যাচাই-বাছাইয়ে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
সব মিলিয়ে ১১টি আসনে ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন।
সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে। এই আসনে ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি বাতিল করা হয়েছে।
বিভিন্ন আসনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা): জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান, স্বতন্ত্র ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ, আবু জায়েদ আল মাহমুদ
কুমিল্লা-২ (হোমনা ও তিতাস): ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন, মো. রমিজ উদ্দিন, মো. মনোয়ার হোসেন
কুমিল্লা-৩ (মুরাদনগর): জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল, গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামান
কুমিল্লা-৪ (দেবিদ্বার): ইসলামী আন্দোলন বাংলাদেশের ম. আ. করিম (স্থগিত), আমজনতার দল মো. মাসুদ রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া): এনসিপির মো. আবুল বাশার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফির
কুমিল্লা-৬ (সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস): মুক্তি জোটের মো. আমির হোসেন ফরায়েজী, বাসদের কামরুন নাহার সাথী
কুমিল্লা-৭ (চান্দিনা): মুক্তিজোটের সজল কুমার কর, স্বতন্ত্র মাওলানা সালেহ সিদ্দিকী
কুমিল্লা-৮ (বরুড়া): জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন, বাসদের মোহাম্মদ আলী আশরাফ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): স্বতন্ত্র সামিরা আজিম দোলা, রশিদ আহমেদ হোসাইনী, জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল, স্বতন্ত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিক, মোহাম্মদ মফিজুর রহমান
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই): বিএনপি থেকে মোবাশ্বের আলম ভূঁইয়া, স্বতন্ত্র মোস্তফা সাজ্জাদ হাসান
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): স্বতন্ত্র প্রার্থী মো. তৌহিদুল ইসলাম
কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং শুক্রবার ও শনিবার দুই দিন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
সূত্র: কুমিল্লা জেলা নির্বাচন অফিস
সিএ/এএ


