Home বাংলাদেশ ৩১ দফা বাস্তবায়ন হলে কোন বৈষম্য থাকবে না : আলহাজ্ব মোস্তাফিজুর রহমান

৩১ দফা বাস্তবায়ন হলে কোন বৈষম্য থাকবে না : আলহাজ্ব মোস্তাফিজুর রহমান

0

চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে কোনো বৈষম্য থাকবে না। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকত লুসাই পার্কে আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। তারাই ঠিক করবে বাংলাদেশ কোন পথে চলবে। আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে মানুষের ওপরে যে কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে, বিএনপি তা বিশ্বাস করে না। আমরা জনগণের মতামত নিয়েই একটি মানবিক ও ন্যায়ের সমাজ গড়তে চাই।

তিনি বলেন, যারা গত ১৭ বছরে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সুবিধা নিয়েছে, ব্যবসা করেছে তারা আর বিএনপির ছায়ায় থাকতে পারবে না। সদস্য নবায়ন ফর্মে আদায়কারীর স্বাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অনুপ্রবেশকারীর নাম থাকলে তার দায় সংশ্লিষ্ট আদায়কারীকেই নিতে হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version