এম.এস.রিয়াদ (বরগুনা) :
বরগুনায় হিন্দু সম্প্রদায়ের অধিগ্রহনকৃত বাপ-দাদার বসত-ভিটা ফেরত দানের দাবীতে মানববন্ধন করেছেন, অধিগ্রহনকৃত পতিত ভূমি অবমুক্তি সনাতন সংঘ। আজ সোমবার (৫আগস্ট) সকাল ১০ টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনটির সভাপতি বাবুল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র রইসুল আলম রিপন, সংগঠনটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত দাস, মিলন দাস প্রমূখ। তাঁরা বলেন, ১৯৬১-৬২ ইং সালের বাপ-দাদার বসত ভিটা সহ সমস্ত জমিজমা অধিগ্রহন করা হয়। কিন্তু দীর্ঘ ৬০ বছর এই জমি প্রয়োজন না হওয়ায় ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের ওই জমি থেকে পৈত্রিক ভিটা ফেরত দানের জন্য মানববন্ধন শেষে বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি প্রেরণ করা হয়।