এই হাসিতে তোমার আছে,
প্রথম ভোরের স্নিগ্ধতা।
এই হাসিতে তোমার আছে,
শ্রাবণধারায় ভেজা মাটির সুগন্ধ।
আই হাসি যেন তোমার,
পূর্ণিমা রাতে ঝাকরা গাছের পাতার ফাঁকে
চাঁদের মুচকি হাসি।
এই হাসি যেন তোমার,
কিশোরের মনে লাগা ফাগুনের হাওয়া
এই হাসি যেন তোমার,
নদীর হিমেল হাওয়ায় আমার এলোচুল ছুয়ে যাওয়া
এই হাসি যেন তোমার
আমার এই নবযুবকের পাজরের ভেতর,
কিশোরের হৃদয়ে,
কোনো এক বৈশাখী ঝড় বয়ে যাওয়া।।
