মোঃজুলকার নাইন মাহফুজ
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে অনুর্ধ্ব-১৮ সাফ শিরোপা জিতল বাংলার কিশোরীরা । জয়সূচক গোলটি এসেছে ডিফেন্ডার মাসুমা পারভিনের হেড থেকে ।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসা বাংলার মেয়েদের জন্য অনেকটা অনুমিতই ছিল এ জয় । তবে নেপালিরাও ছেড়ে কথা বলেনি । গ্রুপ পর্বে নেপালিদের ২-১ গোলে পরাজিত করলেও আজ ফাইনালে লড়াইটা ছিল সেয়ানে সেয়ানে । কেউ কাউকে ছেড়ে কথা বলেনি । আক্রমণ-প্রতি আক্রমণের পসরা বসেছিল থিম্পুর ঐ চাংলিমিথাং স্টেডিয়ামে । তবে ৪৮ মিনিটে মনিকা চাকমার নেওয়া ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে নেপালের জালে বল পাঠায় সেন্টারব্যাক মাসুমা পারভিন । খেলার শেষ মূহুর্ত পর্যন্ত উত্তেজনার পারদ ছিল আকাশচুম্বী । কিন্তু বাংলার রক্ষণভাগ টলাতে পারেনি নেপালের মেয়েরা । তাই শেষ বাঁশি বাজার পর ফলাফল হল বাংলাদেশ ১-০ নেপাল ।
অভিনন্দন বাংলাদেশ অনুর্ধ্ব-১৮ নারী দল ।