আরিফা সুলতানা রিমি
এই ঈদকে আরও রঙিন করতে আসছে ‘সংশয়’। মধ্যবিত্ত পরিবারের একটা একরোখা ছেলের গল্প এটা ।কলেজের এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে সে, কিন্তু নিজে ওর মত সুন্দর না হওয়ায় হীন মন্যতায় থাকে। কিন্তু মেয়েটা সত্যি ওকে ভালোবাসে ।কিন্তু শেষ পথে তাদের জীবনের গল্পটি মোড় নেয় অন্যদিকে। কোন দিকে মোড় নেয় তা জানতে হলে আসছে ঈদে দেখতে হবে ‘সংশয়’।
সম্প্রতি একটি শর্টফিল্মে জুটি বেঁধেছেন উঠতি অভিনয় শিল্পী লিয়ন আহমেদ ও দোলা। এই শর্ট ফিল্মটি দিয়ে প্রথম বারের মত একে অপরের বিপরীতে কাজ করতে যাচ্ছেন তাঁরা। ‘সংশয়’ শিরোনামের এই শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা মাসুদ রানা। এটিই তার প্রথম নির্মাণ। ‘সংশয়’ শর্ট ফিল্মটির রচয়িতা গীতিকার নাহিদ করিম মুন এবং গল্পটির মূল ভাবনা অভিনয় শিল্পী লিয়ন আহমেদ এর। এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন সাদ্দাম, সবুজ অর রশীদ খান, রেহানা, স্বপন সহ আরও অনেকে।
শর্ট ফিল্মটির শুটিং হয়েছে ঢাকার কল্যাণপুর, শ্যামলী, টেকনিক্যাল ও দারুস সালাম এ । গীতিকার নাহিদ করিম মুন এর আগে ৩ টি গান রচনা করেছিলেন, যা কণ্ঠশিল্পী বেলাল খান ও বৃষ্টি গেয়েছিলেন। ফিল্মের জগতে এটি গীতিকার মুন এর প্রথম রচনা। ‘সংশয়’ শর্ট ফিল্মেও রয়েছে মুনের লেখা গান ‘ওরে মন একবার শোন’।