ঢাকায় প্রথমবারের মত দক্ষিণ পূর্ব এশিয়ার গুগল মোবাইল সাইট ডেভেলপার ডে ২০১৮ পালিত হয়েছে। রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৫০ জন মোবাইল সাইট ডেভেলপার অংশ নেয়। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেয় গুগলের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেভেলপার রিলেশন মানিকান্তন কৃষ্ণামূর্তি। এর মাধ্যমে দেশের তরুণ ও নতুন ডেভেলপারকে বিনামূল্যে গুগল এর উদ্ভাবিত নতুন প্রযু্ক্তি এম সাইট ট্রেনিং ও সনদপত্র দেয়া হবে।
কোর্স সম্পন্নের মাধ্যমে তরুণ তরুণীদের দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ হবে বলে মনে করেন উদ্যোক্তারা। তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্ভাবনে প্রণোদনা দেয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বর্তমান সরকার কাজ করছে বলে জানান প্রযু্ক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।