Sunday, August 31, 2025
30.3 C
Dhaka

তিতলু

জুবায়ের খান

যখন খুব তাড়া থাকে, ঘড়ির দিকে চোখ রেখে দ্রুত কাজ করতে হয় তখন সময় যেন খুব দ্রুত অতিবাহিত হতে থাকে, আর যখন হাতে কোনো কাজ থাকেনা, মন খারাপ থাকে, অলস হয়ে বসে থাকা হয় তখন সেই অসহ্য সময় যেন কাটতেই চায় না।
তিতলু এই জিনিসটা নিয়ে অনেকবার ভেবেছে। যখন ওর পরীক্ষা চলে তখন ঘড়ি দেখে পড়তে থাকে। কিছুক্ষন পরপর ঘড়ির দিকে চোখ চলে যায় তার, প্রতিবারই আতঙ্কিত হয়ে সময় দেখে সে, সময় এতো দ্রুত চলে যায় যে তাল মিলিয়ে পড়তে পারে না। আর যখন ওর কোনো তাড়া থাকেনা, বিরক্তিকর পরিস্থিতিতে থাকে তখন যেন সময় থেমে থাকে। ঘড়ির কাটা যেন নড়তেই চায়না।
ঘড়ির দিকে তাকিয়ে থেকে দ্রুত নাস্তা করছে তিতলু। পাশেই বসে নাস্তা করছেন তিতলুর বাবা রেজাউল ইসলাম। ছেলের খাওয়ার দৃশ্য দেখে বিরক্ত হয়ে তিনি তাকিয়ে আছেন। হঠাৎ তিতলুর গলায় খাবার আটকে যায় আর সে কাশতে শুরু করে। রেজাউল ইসলাম পানির গ্লাস তিতলুর দিকে এগিয়ে দিয়ে বললেন, “এতো তাড়াহুরোর কি আছে? স্কুলের এখনো অনেক সময় আছে।”
গরম দুধ ভরা গ্লাস নিয়ে তিতলুর মা রেহানা বেগম ছেলের সামনে এসে বসলেন ।
“আজ এতো তাড়া কিসের রে তিতলু ? এভাবে খাচ্ছিস কেন ? ”
“কেন মা তুমি জানো না ? আজ আমার বেস্ট ফ্রেন্ড রাকিবের জন্মদিন , স্কুল শেষে সব বন্ধুরা মিলে ওর বাসায় যাব তোমাদের তো বলেছিলাম । ”
তিতলু দুধের গ্লাস হাতে নিল ।
তিতলুর বাবা বললেন, “তাতো জানি। এজন্য এখন এত তাড়াহুরোর কি আছে ?”
“আছে বাবা , আজ তাড়াতারি ক্লাসে যেতে হবে । “সব বন্ধুরা মিলে রাকিবের জন্যে সারপ্রাইজের ব্যবস্থা করেছি। দেরি হলে আমি সব মিস করে যাব।
আধা গ্লাস দুধ খেয়েই স্কুল ব্যাগটা নিয়ে বেড়িয়ে পড়লো সে। পথে তার আরো কিছু সহপাঠির সঙ্গে দল বেধে স্কুলে পৌঁছায়। আজ তিতলু আর ওর বন্ধুরা বেশ আগেই স্কুলে এসেছে। স্কুলের একটা ক্লাসরুম সবসময় ফাঁকা থাকে, দরজা ভাঙা এই ক্লাসরুমে কখনও ক্লাস হয়না। আজ ওরা বন্ধুরা মিলে নিচতলার এই ক্লাসটাকে খুব সুন্দর করে সাজিয়েছে।
প্ল্যান অনুযায়ী সজিব রাকিব কে বাসা থেকে এখানে নিয়ে আসবে। তারপর হবে সেই চমকে দেয়ার মজা। ওরা মোট দশজন ছেলে একসাথে ক্লাসরুমে রাকিবের জন্যে অপেক্ষা করছে । পিটির সময় হতে আরো ত্রিশ মিনিট বাকি কিন্তু এখনই অনেক ছাত্র স্কুলে চলে এসেছে , মাঠে দাড়িয়ে গল্প করছে অনেকে। ওরা পুরাতন ভবনের নিচতলার একটা ক্লাসে বসে আছে। সবার মধ্যেই খুব উত্তেজনা কাজ করছে।
একসময় সজিব ও রাকিবকে দেখতে পায় ওরা। সবাই ক্লাসটির ব্যাঞ্চের নিচে লুকিয়ে পড়ে। প্ল্যান অনুযায়ী তিতলু রুমের দরজায় দাড়িয়ে ওদের দুজন কে ডাকে। একসময় ওরা ক্লাস রুমটির সামনে চলে আসে। দু এক কথা বলেই তিতলু রাকিব কে নিয়ে ক্লাসরুমটিতে ঢুকতে থাকে ।
“পিটি হতে অনেক দেরি। চল এখানে বসে আড্ডা দিই।”
রাকিবকে “ফ্যানটা ছাড়তো ” বলেই তিতলু রাকিবের দিকে তাকিয়ে থাকে ।
রুমে ঢুকে ভালোমতো খেয়াল না করেই ফ্যানের সুইচ টিপে দেয় রাকিব । ফ্যান ছাড়ার সাথে সাথেই উপর থেকে ফ্যান থেকে শিউলী ফুল পড়তে থাকে। সারা ক্লাসে ফুলগুলো বাতাসে উড়তে থাকে। অবাক হয়ে তাকিয়ে থাকে রাকিব। এমন সময় ব্যাঞ্চের আড়াল থেকে ওর সব বন্ধুরা বের হয়ে চিৎকার করে বলতে থাকে , হ্যাপি বার্থডে দোস্ত …..
তিতলু তখন রাকিব কে জড়িয়ে ধরে বার্থডে উইশ করে। সবাই হাত তালি দিয়ে ওর সামনে বসে ভির করে। রাকিব এতক্ষন হতভম্বের মত দাড়িয়ে ছিল। চারপাশে কি হয়েছে প্রথমে বুঝতে পারেনি। এখন সবাইকে দেখে ব্যাপারটা বুঝতে পেরেছে সে। ওর চোখদুটো আনন্দে জ্বলজ্বল করছে আর হাসি পুরো মুখে ছড়িয়ে আছে । সবাই ওকে জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে । সবাইকে থ্যাংস দিতে দিতে মুখে ফ্যানা তুলে ফেলেছে রাকিব ।
একটু শান্ত হয়ে জিজ্ঞাস করলো,
“আচ্ছা এতো কিছু করলো কে ? আর শিউলী ফুলের ব্যাপারটা আমি এখনও বুঝে উঠতে পারছিনা।”
রবিন বললো, “এই সব কিছু আমরা সবাই মিলে করেছি। অবশ্য আইডিয়া ছিল তিতলুর। তিতলু আমায় বলেছিল আমাদের শিউলী ফুলের গাছ থেকে এক ব্যাগ ফুল নিয়ে আসতে। তখনও বুঝিনি এই ফুল দিয়ে কি হবে। ফুল এনে ওর হাতে দেই পরে ও ফুলগুলো ব্যাঞ্চের উপর দাড়িয়ে ক্লাসের ফ্যানের উপর বিছিয়ে দেয়। বাকিটা তুই দেখেছিস। তোকে সারপ্রাইজ দেয়ার জন্যে এই খালি ক্লাসরুম টা আমরা বেছে নিয়েছি। কেমন লাগলো সারপ্রাইজ?”
হাতে কিল দিয়ে রাকিব উচ্চস্বরে বলতে লাগলো, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার জীবনে এমন সারপ্রাইজ কখনো পাইনি। জীবনের সেরা সারপ্রাইজ।
রাকিব তিতলুর হাতে হাত মিলিয়ে বললো, “দোস্ত তুই পারিসও, অনেক অনেক ধন্যবাদ।”
পিটির সময় হয়ে গেছে সেদিকে ওদের কোনো খেয়াল ছিলনা। আনন্দ আর উত্তেজনায় ওরা বেশ মত্ত। মাঠের পিটিতে পাঁচ মিনিট দেরিতে গিয়ে লাইনে দাড়ালো সবাই।
আজ বৃহস্পতিবার। হাফ ক্লাস হয়েই ছুটি। পড়াতে কারোই মনোযোগ নেই। সবাই উন্মুখ হয়ে আছে ছুটির জন্য। ছুটির টিং টিং ঘন্টা বাজার সাথে সাথেই ওরা সবাই একত্রিত হলো রাকিবের বাসায় যাবে বলে। যাত্রাপথে রাকিবদের বাসার সামনের গলিতে ওরা এক পাগলীকে দেখতে পেল। পাগলী ঠিক রাস্তার মোড়ে বসে আছে । পাগলীটা বাচ্চাদের কয়েকটা জামা নিয়ে আনমনা হয়ে কি যেন একটা করছে। বাচ্চাদের একদল ওকে ঘিরে রেখেছে। তিতলুরা ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে হঠাৎ রবিন বলে উঠলো, কিরে রাকিব? তোদের এদিকে দেখি পাগলের আনাগোনা ।
রাকিবের অট্টহাসি শান্ত পরিবেশটাকে হালকা গরম করলো। তিতলু খেয়াল করলো যাত্রাপথে বেশ কয়েকটা দেয়ালে ইট দিয়ে কেউ তিততি লিখে ভরে ফেলেছে । বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগলো তিতলুর কাছে । কারণ নামটির সাথে ওর নামেরও হালকা মিল আছে । পাশ কাটিয়ে যাওয়ার সময় এই বিষয়গুলো নিয়েও বেশ হাসাহাসি করলো ওরা।
রাকিবের বাসায় গিয়ে ওরা সবাই খুব মজা করলো। রাকিবের ছোট বোন ও বড় আপু ওর জন্য সারপ্রাইজের ব্যাবস্থা করেছিল। বেশ আয়োজন করেই জন্মদিন পালন করা হলো। দিনশেষে ওরা যার যার বাসায় ফিরে গেল। তিতলু বাসায় ফিরে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না ।

চলবে ….

অলংকরন-জুবায়ের খান

spot_img

আরও পড়ুন

চমক নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

আগামী মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই...

উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত চার বন্দরে

  বদরুল ইসলাম উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত...

নানা আয়োজনে মানবিক বরগুনার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  বদরুল ইসলাম (বরগুনা) জমকালো আয়োজনে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক বরগুনার...

বরগুনায় মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতালের দাবিতে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বদরুল ইসলাম (বরগুনা) উপকূলীয় জেলা বরগুনায় ১২ লাখ মানুষের চিকিৎসাসেবা...

৪৫ মিনিটে গোল ও অ্যাসিস্ট করে মিয়ামিকে জয়ে ফেরালেন লিওনেল মেসি

ইন্টার মিয়ামির হয়ে চোট কাটিয়ে মাঠে ফিরে আবারও জাদু...

কক্সবাজার সফরে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সরকারি সফরে...

পাকিস্তানে ভয়াবহ বন্যা-ভূমিধস: ৩৪৪ জনের মৃত্যু

পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে গত...

জন্মাষ্টমীর উৎসবে সেনাপ্রধান: নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন সবাই

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “এই দেশ সবার।...

ফেব্রুয়ারিতেই ভোট, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই জাতীয়...

মোগল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্স ধসে নিহত ৫

ভারতের দিল্লির পূর্ব নিজামুদ্দিন এলাকায় অবস্থিত ঐতিহাসিক হুমায়ুনের সমাধিক্ষেত্রের...

অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান...

৭২ ঘণ্টার মধ্যে ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৫ থেকে ১০টি জেলা এবং...

আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬...

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর, খোলা সব জলকপাট

ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর...
spot_img

আরও পড়ুন

চমক নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

আগামী মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ইকুয়েডর। সোমবার (১৮ আগস্ট) এই দুই ম্যাচের জন্য ৩১...

উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত চার বন্দরে

  বদরুল ইসলাম উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে...

নানা আয়োজনে মানবিক বরগুনার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  বদরুল ইসলাম (বরগুনা) জমকালো আয়োজনে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক বরগুনার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা...

বরগুনায় মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতালের দাবিতে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বদরুল ইসলাম (বরগুনা) উপকূলীয় জেলা বরগুনায় ১২ লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, বরগুনা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, আইসিইউ স্থাপন এবং চিকিৎসক...
spot_imgspot_img