প্রশ্ন উঠেছে, দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া কতটা সুন্নত এবং দস্তরখান কী ধরনের হওয়া উচিত। ইসলামি শিক্ষায় বহু হাদিসে উল্লেখ আছে যে, দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া একটি সুন্নত।
দস্তরখান তৈরি করতে চামড়া, রেকসিন বা কাপড় ব্যবহার করা যায়। তবে এটি পরিষ্কার, ছবি ও লেখামুক্ত হওয়া আবশ্যক।
সিএ/এমআর


