চুল পড়া একটি পরিচিত সমস্যা, যা নারী-পুরুষ সবার মধ্যেই দেখা যায়। এই সমস্যা কমাতে অনেকেই প্রাকৃতিক উপাদানের দিকে ঝুঁকছেন। এর মধ্যে আমলকির তেল বেশ জনপ্রিয়। প্রশ্ন হলো, আমলকির তেল কি সত্যিই চুল পড়া কমাতে বা বন্ধ করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আমলকির তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই তেল নিয়মিত ব্যবহার করলে ফলিকল স্ট্রেস বা খুশকিজনিত চুল পড়া কিছুটা কমতে পারে। তবে আমলকির তেলের কার্যকারিতা নিয়ে নিয়ন্ত্রিত ক্লিনিকাল গবেষণা এখনও সীমিত।
আমলকির তেল চুলের ফলিকলকে উদ্দীপিত করে বলে ধারণা করা হয়, যা চুলের বৃদ্ধিকে উৎসাহিত করতে পারে। ফলে চুল ঘন দেখাতে সহায়ক হতে পারে। এ ছাড়া আমলকিতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং ভাঙা কমাতে সাহায্য করে। পরিবেশগত ক্ষতি থেকেও চুলকে সুরক্ষা দেয় এই তেল।
অকাল চুল পাকা রোধে আমলকির তেল সহায়ক হতে পারে বলে মনে করা হয়। প্রাকৃতিক উপাদানগুলো চুলের পুষ্টির ঘাটতি পূরণে ভূমিকা রাখে। পাশাপাশি মাথার ত্বকে পুষ্টি জোগানো, শুষ্কতা দূর করা এবং খুশকি ও চুলকানির মতো সমস্যা কমাতেও আমলকির তেল উপকারী।
আমলকিতে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে। নিয়মিত ম্যাসাজের মাধ্যমে এই তেল ব্যবহার করলে চুলে প্রাকৃতিক ঝলমলে ভাব আসে এবং চুল আরও মসৃণ ও প্রাণবন্ত দেখায়।
সিএ/এমআর


