হিজরত ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের অধ্যায়। তবে এই ঐতিহাসিক যাত্রার পেছনে যে সুপরিকল্পিত প্রস্তুতি চলেছিল, তা অনেকের অজানা। এই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে ছিলেন সাহাবি মুসআব ইবনে উমাইর (রা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাকে মদিনায় পাঠিয়েছিলেন ইসলামের বার্তা পৌঁছে দিতে এবং মানুষের হৃদয়ে বিশ্বাসের বীজ রোপণ করতে।
হিজরতের প্রায় তিন বছর আগে হজের মৌসুমে নবীজি (সা.) বিভিন্ন গোত্রের শিবিরে গিয়ে ইসলামের আহ্বান জানান। ইয়াসরিবের খাজরাজ গোত্রের কয়েকজন যুবক তার ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন। পরবর্তী বছর তারা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আকাবা প্রান্তরে নবীজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসলামের মৌলিক আদর্শে অঙ্গীকারবদ্ধ হন। এই ঘটনাই ইতিহাসে প্রথম আকাবার বাইয়াত নামে পরিচিত।
ইয়াসরিব তখন সামাজিকভাবে বিভক্ত একটি জনপদ ছিল। মানুষ ন্যায়ভিত্তিক নেতৃত্ব ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থার সন্ধান করছিল। পরিস্থিতি বিবেচনা করে নবীজি (সা.) সিদ্ধান্ত নেন, এমন একজনকে সেখানে পাঠাতে হবে যিনি কোরআনের শিক্ষা দেওয়ার পাশাপাশি মানুষের আস্থা অর্জন করতে পারবেন। এই গুরুদায়িত্বের জন্য তিনি মুসআব ইবনে উমাইর (রা.)-কে নির্বাচন করেন।
মুসআব (রা.) ছিলেন ধৈর্যশীল, সংযমী ও দূরদর্শী। তিনি আগে হাবশায় হিজরত করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন, ফলে ভিন্ন সংস্কৃতি ও পরিবেশে কাজ করার দক্ষতা তার মধ্যে তৈরি হয়েছিল। সামাজিকভাবে তিনি মক্কার সম্মানিত পরিবার বনু আবদুদ্দারের সন্তান ছিলেন, যা মদিনার মানুষের কাছে তাকে গ্রহণযোগ্য করে তোলে।
ইসলাম গ্রহণের আগে তিনি বিলাসী জীবনযাপন করতেন। দামী পোশাক, সুগন্ধি ও স্বাচ্ছন্দ্য তার নিত্যসঙ্গী ছিল। ইসলাম গ্রহণের পর তিনি সবকিছু ত্যাগ করেন এবং দুনিয়ার মোহমুক্ত জীবন বেছে নেন। এই ত্যাগ ও আদর্শিক দৃঢ়তা মদিনার মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল।
মদিনায় পৌঁছে তিনি ঘরে ঘরে ইসলামের বার্তা পৌঁছে দেন, কোরআনের শিক্ষা দেন এবং মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। অল্প সময়ের মধ্যেই পরিবার ও গোত্রভিত্তিকভাবে বহু মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে। এক বছরের ব্যবধানে মদিনার প্রায় প্রতিটি ঘরে ইসলামের আলো পৌঁছে যায়।
এই প্রস্তুতির ফলেই পরবর্তী সময়ে মদিনাবাসীরা নবীজি (সা.)-কে সসম্মানে তাদের শহরে হিজরত করার আমন্ত্রণ জানান। মুসআব ইবনে উমাইর (রা.) প্রমাণ করেন, দৃঢ় বিশ্বাস, উত্তম চরিত্র ও মানুষের হৃদয়ে পৌঁছানোর ক্ষমতা দিয়েই ইতিহাস বদলে দেওয়া সম্ভব।
সিএ/এমআর


