মানিকগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবির হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধানের শীষে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, স্বাধীনতা বিরোধী শক্তি বা সাম্প্রদায়িক অপশক্তি যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তা কঠোর হাতে দমন করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শিবালয় উপজেলার ফলসাটিয়া অক্সিজেন রিসোর্টে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। এরপর বিকেলে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের চর কল্যাণপুরেও তিনি একটি নির্বাচনী সমাবেশে যোগ দেন।
ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে জিন্নাহ কবির বলেন, ‘একটি দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিচ্ছে। সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে ভোট চাচ্ছে।’ তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে চরবাসীর দুর্ভোগ ও নদী ভাঙন রোধে দুই বছরের মধ্যে কার্যকর প্রকল্প গ্রহণ করা হবে। জিন্নাহ কবির বলেন, ‘এবার বিএনপির বিজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় তিনি ধানের শীষে ভোট চাচ্ছেন।’
সিএ/এএ


