আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি জনসভায় অংশ নিতে আগামী শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ তথ্য বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান।
মু. মাহফুজুর রহমান বলেন, দীর্ঘ ২৫ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম, মাওলানা আবদুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, ঢাকসুর ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ।
মাহফুজুর রহমান জানান, শনিবার সকাল ৯টায় চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
তিনি আরও জানান, সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, যুব বিভাগের সভাপতি মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপি সমন্বয়ক মামুন মজুমদার এবং জামাত নেতা ভিপি জাহাঙ্গীর।
সিএ/এএ


