মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতো’র সালামানকা শহরের একটি ফুটবল মাঠে সশস্ত্র হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) এই ঘটনার খবর স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মেয়রের কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান এবং আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার জন্য দায়ীদের খুঁজে বের করতে ইতিমধ্যেই পুলিশ অভিযান শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শনিবার রাতে একই শহরে চারটি ব্যাগে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র এবং বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে। তবে সরকারি হত্যাকাণ্ডের পরিসংখ্যান অনুযায়ী, গ্যাং টার্ফ যুদ্ধের কারণে এটি দেশের সবচেয়ে মারাত্মক রাজ্য হিসেবে বিবেচিত।
মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বছরের শুরুতে জানিয়েছেন, তার প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের ফলে ২০২৫ সালে মেক্সিকোতে হত্যার হার এক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে।
সিএ/এসএ


