জাহাজে দীর্ঘ সময় অবস্থানের সময় যাত্রীরা মুসাফির গণ্য হবেন। জাহাজ চলমান থাকলে ১৫ দিন বা তার বেশি থাকা অবস্থায়ও সফর নিয়ত মুসাফির হিসেবে গণ্য হয়। তাই কসর নামাজ পড়া যাবে।
মুসাফিরের জন্য জোহর, আসর ও ইশার ফরজ নামাজ দুই রাকাতের কসর করা হয়। মাগরিব ও ফজরের ফরজ যথাক্রমে তিন ও দুই রাকাত। সফর অবস্থায় নফল সুন্নাত নামাজ বাধ্যতামূলক নয়, তবে সময়মতো পড়া উত্তম।
যদি কেউ ভুল করে চার রাকাত ফরজ নামাজ পড়ে ফেলেন, নামাজ শেষে সাহু সিজদা দিলে আদায় হয়ে যাবে। তবে নামাজের ভেতরে ভুল মনে হলে, নামাজের শেষপর্যায়ে সাহু সিজদা প্রয়োজন।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, নবী (সা.) মুকিম অবস্থায় চার রাকাত, সফর অবস্থায় দুই রাকাত ফরজ করেছেন।
সিএ/এমআর


