ইসলামে অহংকার কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ বলেন, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না। নিশ্চয়ই তুমি জমিন ধ্বংস করতে পারবে না, না পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। অহংকার মানুষকে হীন ও তুচ্ছ মনে করা এবং হককে পরিত্যাগ করা।
রসুলুল্লাহ (সা.) বলেছেন, যার অন্তরে অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। তবে ইমান থাকলে জাহান্নামে যাওয়ার ভয় কমে। অহংকার থেকে মুক্ত থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি।
মুক্তিদানকারী গুণাবলী:
১। প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা
২। সত্য কথা বলা
৩। মধ্যপন্থা অবলম্বন
ধ্বংসসাধনকারী গুণাবলী:
১। প্রবৃত্তির দাস হওয়া
২। লোভ-লালসার দাস হওয়া
৩। আত্ম অহমিকায় লিপ্ত হওয়া
অতিরিক্ত শিরোনাম:
১। ইসলাম ও অহংকার: সতর্কবার্তা
২। অহংকার থেকে মুক্ত থাকার নৈতিক শিক্ষা
৩। অন্তরের পবিত্রতা ও মুমিনের আচরণ
সিএ/এমআর


