যদি দীর্ঘদিনের কাজা নামাজ জমে থাকে, তবে তা আদায় করতে তারতীব (নিয়মিত ক্রম) বাধ্যতামূলক নয়। কাজা নামাজ সুবিধামতো আদায় করা যায়। তবে চলমান পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই সময়মতো পড়তে হবে।
ফরজ নামাজের পাশাপাশি বিতর নামাজও যদি ছুটে থাকে, তা কাজা করতে হবে। কাজা আদায়ের জন্য আপনি নির্দিষ্টভাবে নিয়ত করতে পারেন যে, প্রথমে ফজরের বা যোহরের ফরজ নামাজ আদায় করছেন।
নিয়মিত নামাজ আদায় না করা মারাত্মক গুনাহ। কাজা হলে দ্রুত আদায় করতে হবে এবং অতীতের কাজার জন্য তাওবা-ইস্তিগফার করতে হবে।
সূত্র: আদ্দুররুল মুখতার ২/৬৮; আলবাহরুর রায়েক ২/৮৪; বাদায়েউস সানায়ে ১/৩৪৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৩; আলমুহীতুল বুরহানী ২/৩৫৮
সিএ/এমআর


