ঝালকাঠিতে নিলুফা ইয়াসমিন নামের পঞ্চাশোর্ধ এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে সজল খান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সজল নিহত নিলুফার ছেলের বন্ধু। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, নিলুফার নাক ও কানের স্বর্ণালংকার নিতেই তাকে হত্যা করা হয়েছে।
রবিবার (জানুয়ারি) রাতে সজলকে আটক করার পর তার কাছ থেকে নিহত নিলুফার নাক ও কানের স্বর্ণালংকার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে অভিযুক্তের শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মৃতার পরিবার ও এলাকার মানুষ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ২০ জানুয়ারি সকাল ৬টার দিকে ঝালকাঠি পৌরসভা খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে নিলুফা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে মৃতার নাকে রক্তের দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানের দুল ও নাক ফুল নেওয়ার জন্যই ওই নারীকে হত্যা করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, মৃত বৃদ্ধার ছেলে ইলিয়াসের বন্ধু সজলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সজলের ঘর থেকে মৃতার নাক ও কানের দুলসহ মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিএ/এএ


