আসন্ন ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ভারত-পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে। পাকিস্তান দলকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেছেন ভারতের এক সাবেক ক্রিকেটার। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে এসো না, তোমরা মার খাবে।’ এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কথার লড়াইও আলোচনায় থাকে নিয়মিত। সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তান দলকে লক্ষ্য করে এই খোঁচা দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এমন মন্তব্য দুই দলের সমর্থকদের আবেগ আরও উসকে দেয়। কেউ কেউ এটিকে কৌশলগত মানসিক চাপ তৈরির অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এতে অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়ে। যদিও মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত সব প্রশ্নের জবাব দেবে বলে মত অনেকের।
পাকিস্তান দলের পক্ষ থেকে এই মন্তব্য নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, এমন কথার পাল্টা জবাব মাঠেই দিতে পছন্দ করে পাকিস্তান দল। বিশ্বকাপে দুই দলের সম্ভাব্য মুখোমুখি লড়াই ঘিরে তাই আগ্রহ আরও বেড়েছে।
সিএ/এসএ


