চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে বারাকা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কর্ণফুলী পাওয়ার লিমিটেড ও সিঙ্গাপুরভিত্তিক ইনফ্রাকো এশিয়া। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানি সরবরাহে নতুন সংযোজন হতে যাচ্ছে।
সোমবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদ্যুৎ ভবনে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্ণফুলী ইনফ্রাকোর পক্ষে স্বাক্ষর করেন বারাকা গ্রুপের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী এবং বিপিডিবির পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির সচিব রাশেদুল হক প্রধান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এ ছাড়া বারাকা গ্রুপের পরিচালক নাঈম আহমদ চৌধুরীসহ বিপিডিবির অন্যান্য সদস্য এবং বারাকা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
চুক্তি অনুযায়ী, ফটিকছড়ির এই সৌর বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ২০ বছর ধরে জাতীয় গ্রিডে ৪৫ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করা হবে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তর এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফটিকছড়ির প্রকল্পের পাশাপাশি বিপিডিবি অন্যান্য কোম্পানির সঙ্গে আরও ছয়টি সৌর বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নোয়াখালীতে ১০ মেগাওয়াট, হাটহাজারীতে ১৮ মেগাওয়াট, নীলফামারীতে ৫০ মেগাওয়াট, কক্সবাজারে ১০০ মেগাওয়াট, মোংলায় ১০০ মেগাওয়াট এবং ফটিকছড়িতে আরও ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র।
সংশ্লিষ্টরা বলছেন, এসব উদ্যোগ দেশের নবায়নযোগ্য জ্বালানি খাত সম্প্রসারণে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন এবং ভবিষ্যতে জ্বালানি বৈচিত্র্য বাড়াতে সহায়ক হবে।
সিএ/এএ


