নারায়ণগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ একটি ডাকাতচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) সদর থানার ১ নম্বর বাবুরাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার, একটি চাপাতি, দুটি ছোরা, পাঁচটি লোহার রড এবং একটি হাম্বল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রবিন (৪০), হৃদয় সিকদার ওরফে সুমন আহমেদ (২৮), মো. সজল (২১) এবং মো. মকবুল সরদার (৪০)। তারা সবাই নারায়ণগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গ্রেপ্তার চারজনের সঙ্গে আরও তিনজন ডাকাত সদস্য পলাতক রয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সিএ/এএ


