লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধান এবং দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর সমর্থকরা বিকেলে ওই এলাকায় পৃথক গণসংযোগে বের হন। গণসংযোগ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে দুই দলের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।
উল্লেখ্য, এই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু নিজ নিজ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
সিএ/জেএইচ


