ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে খুলনায় যৌথ বাহিনীর প্যাট্রল ডিউটি রবিবার (২৫ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। এই টহল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। খুলনায় শহীদ হাদিস পার্ক এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে টহল শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্ট গার্ডের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস যৌথ প্যাট্রলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতেই এই দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন থেকে প্রতিদিন এই যৌথ বাহিনীর কার্যক্রম চলবে, যা মানুষকে নিশ্চিত করবে যে নির্বাচনটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।”
জানা গেছে, যৌথ প্যাট্রলের সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এটি কেবল একটি মহড়া নয়; প্রয়োজনে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার পূর্ণ ক্ষমতাও এই টহল দলের রয়েছে। যদি কোনো নির্দিষ্ট এলাকায় সমস্যা সৃষ্টি হয় বা গোপন অস্ত্র ও অন্য কোনো বেআইনি কার্যকলাপের তথ্য পাওয়া যায়, তাহলে সেখানে সরাসরি অভিযান চালানো হবে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কার্যক্রম শুধুমাত্র খুলনা মহানগরেই সীমাবদ্ধ থাকবে না। জেলার প্রতিটি উপজেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ বাহিনী নিয়মিত টহল দেবে। এতে নির্বাচনী পরিবেশকে শান্ত রাখার পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সিএ/এএ


