অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার রবিবার (২৫ জানুয়ারি) বলেছেন, ‘শিক্ষার আলো সূর্যের মতো উজ্জ্বল। শিক্ষিত ব্যক্তি নিজেকে আলোকিত করার পাশাপাশি চারপাশকেও আলোকিত করে। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি এই মন্তব্য করেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে, যেখানে বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফরোজ হোসেন সিদ্দিকীকে সম্মাননা প্রদান করা হয়।
ড. রফিকুল আবরার বলেন, ‘দেশের গুণী ব্যক্তিত্বদের সম্মান জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতিটি সম্মাননা ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং অনেকের জন্য অনুকরণীয় হয়ে থাকে। যখন গুণীজনরা সম্মান পায়, তরুণরা অনুপ্রাণিত হয়।’
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়ছার) সভাপতিত্ব করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ব্যাংকার আবুল কাশেম চৌধুরী, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মুঞ্জুরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা সাঈদ সিদ্দিকী, মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল হক সিদ্দিকী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আকবর মিয়া সহ আরও অনেকে।
সিএ/এএ


