নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই একটি আবেগঘন দৃশ্য ছিল সিনেমা ‘হিস’-এ। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ইরফান খান ও অভিনেত্রী দিব্যা দত্ত। সেই দৃশ্যে অভিনয়ের সময় কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা প্রকাশ করেছেন দিব্যা দত্ত।
সাক্ষাৎকারে ‘হিস’ সিনেমার কথা স্মরণ করে দিব্যা দত্ত বলেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে তিনি ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু দৃশ্যটা ভীষণ সুন্দর ছিল। নিঃসন্তান দম্পতি কান্নায় ভেঙে পড়েছেন সঙ্গম করতে করতে।’
সিনেমাটির পরিচালক ছিলেন হলিউড নির্মাতা ডেভিড লিনচের কন্যা জেনিফার লিনচ। সে কারণে শুটিং সেটে বিদেশি টিমের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দিব্যা দত্ত বলেন, ‘সেটের অর্ধেক লোক ছিল বাইরের, অর্ধেক লোক আমাদের টিমের। সবাই দাঁড়িয়েছিলেন। তাই আমার বেশ ভয়ই লাগছিল।’
তিনি আরও বলেন, ‘সেই সময়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করানোর জন্য বিশেষ পরিচালক বা “ইন্টিমেসি ডিরেক্টর”-এর চল ছিল না। তাই অভিনেতা-অভিনেত্রীদের বেশ বেগ পেতে হতো।’
অভিনেত্রী জানান, দৃশ্যটির শুটিংয়ের ঠিক আগে তিনি ইরফান খানকে খুঁজছিলেন। তখন পরিচালক জানান, ‘ও ছাদে বসে আছে। ও তোমার চেয়েও বেশি ভয় পেয়েছে।’ শেষ পর্যন্ত ভয় কাটিয়ে দুজনেই দৃশ্যটিতে অভিনয় করেন।
দিব্যা দত্ত আরও জানান, পরে ২০১৮ সালে ‘ব্ল্যাকমেল’ সিনেমায় আবারও ইরফান খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন তিনি।
উল্লেখ্য, ইরফান খান বলিউডের পাশাপাশি হলিউডেও ব্যাপক প্রশংসিত অভিনয় করেছেন। ২০২০ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে এই গুণী অভিনেতা মারা যান।
সিএ/এএ


