ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, পথসভায় অংশগ্রহণকারীদের ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দেন। পরিস্থিতি শান্ত রাখতে নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
সিএ/এএ


