ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, স্বার্থান্বেষী মহল ইসলামী আন্দোলনকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। তিনি বলেন, “একটি স্বার্থান্বেষী রাজনৈতিক শক্তি জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু বাস্তবতা হলো, সেই স্বপ্ন আর বাস্তবায়নের সুযোগ নেই।”
তিনি আরও বলেন, ওই শক্তি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, বরং শরিয়ার নামে জনগণকে বিভ্রান্ত করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রত্যাশিত হলেও ভারতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ বরাবরই ভিন্ন অভিজ্ঞতা পেয়েছে। তিনি দাবি করেন, “একটি রাজনৈতিক দল নিয়মিতভাবে ভারতের সঙ্গে গোপন বৈঠকে বসছে। সেই দল অতীতেও পরীক্ষিত সাথীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ক্ষমতায় গেলে জনগণের সঙ্গেও একই আচরণ করবে।”
তিনি বলেন, এ ধরনের প্রতারকদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজি নয়। এ কারণেই তারা ১১ দলীয় জোট থেকে সরে এসেছে।
ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, “আদর্শের কথা বলে যারা ক্ষমতার মোহে রঙিন স্বপ্ন দেখছে, তাদের হাত ধরে দেশ ও জাতি আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য নয়, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে।”
নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমি সংসদ সদস্য বা মন্ত্রিত্বের আশায় রাজনীতি করছি না। দেশের মানুষ ও রাষ্ট্রের কল্যাণই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। ইসলামকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”
স্বাধীনতার ইতিহাস স্মরণ করে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, “১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু গত ৫৪ বছরে দেশ পরিচালনাকারীরা সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটাতে পারেননি।”
তিনি আরো বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর ন্যায়বিচার প্রতিষ্ঠাই হওয়া উচিত ছিল জাতীয় অঙ্গীকার, অথচ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরও মুক্তি দেওয়ার ঘটনা দেখা যাচ্ছে।
নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহ। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি, সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পথসভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নারায়ণগঞ্জ-৩ আসনে দলের মনোনীত প্রার্থী গোলাম মসীহের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
সিএ/এএ


