আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা সফর করবেন। এই সফরের মাধ্যমে উত্তরাঞ্চলে দলের নির্বাচনী তৎপরতা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
এ উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে জামায়াত আমিরের সমাবেশস্থল সিরাজগঞ্জ শহরের ইসলামী সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় তিনি সমাবেশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াত আমির ইতিমধ্যে উত্তরাঞ্চল সফর শুরু করেছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশ শেষে তিনি উল্লাপাড়ায় সরকারি এম. আকবর আলী কলেজ মাঠে একটি পথসভায় অংশ নেবেন। এরপর তিনি পাবনার উদ্দেশ্যে রওনা হবেন।’
তিনি আরও বলেন, ‘জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা ও উল্লাপাড়া উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা আশা করছি, এই সফরের ফলে সিরাজগঞ্জ জেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে।’
সিএ/এএ


