চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (এইচপিসিইউ) ২০২৫–২৬ সেশনের ক্যাম্পাস প্রোগ্রামের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১২, ১৩ ও ১৫-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে ‘টিম চতুষ্কোণ’।
বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রতিযোগিতায় এসডিজি ৯, ১২ ও ১৩-কেন্দ্রিক প্রকল্প নিয়ে ‘টিম দ্য অপটিমিস্টিক’ প্রথম রানার-আপ এবং এসডিজি ১২, ১৩ ও ১৪-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প উপস্থাপন করে ‘টিম মৌমাছি’ দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়।
অনুষ্ঠানটি পরিচালিত হয় হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ সেশনের ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিকের নেতৃত্বে। এ সময় চিফ অফ স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ এবং চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানাও উপস্থিত ছিলেন। বক্তব্যে কারিন সাফফানা বলেন, “হাল্ট প্রাইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।” কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ বলেন, “হাল্ট প্রাইজ শিক্ষার্থীদের উদ্ভাবন ও দলগত কাজের মাধ্যমে একত্রিত করে।”
প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মিনহাজ উল আলম, সোনালী বাংলাদেশ ইউকে লিমিটেড চট্টগ্রাম জোনের আর্থিক প্রতিষ্ঠান বিক্রয় বিভাগের প্রধান আরিফ ইফতেখার এবং এন. মোহাম্মদ গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ ফারমান তোয়ুব। বিচারকরা দলগুলোর ব্যবসায়িক ধারণা, সামাজিক প্রভাব, টেকসইতা ও বাস্তবায়নযোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করেন।
চূড়ান্ত পর্বে মোট ছয়টি দল অংশ নেয়—টিম আবরণ, টিম দ্য ইনোভেটরস্, টিম ট্রিও গ্রাইন্ড, টিম মৌমাছি, টিম চতুষ্কোণ এবং টিম দ্য অপটিমিস্টিক। প্রতিটি দলকে অভিজ্ঞ মেন্টররা দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা, যা প্রতি বছর জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বৈশ্বিক থিম নির্ধারণ করে। ২০২৫–২৬ সেশনের থিম ছিল “আনলিমিটেড”, যা আন্তঃসংযুক্ত বৈশ্বিক সমস্যার উদ্ভাবনী সমাধানে তরুণদের উৎসাহিত করে।
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি
সিএ/জেএইচ


