আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই গুগল সার্চের মাধ্যমে চিকিৎসা পরামর্শ নিচ্ছেন। তবে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে গুগলের এআই-ভিত্তিক সার্চ ফিচার ‘এআই ওভারভিউস’ ভুল ও সম্ভাব্য ক্ষতিকর চিকিৎসা তথ্য প্রদানের অভিযোগ উঠেছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান অনুসন্ধানে জানিয়েছে, অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীর খাদ্যাভ্যাসের প্রশ্নে এআই ওভারভিউস বিভ্রান্তিকর পরামর্শ দিয়েছে। উদাহরণস্বরূপ, উচ্চ চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়ায় রোগীর জীবনঝুঁকি বাড়তে পারে। এছাড়া লিভারের রক্ত পরীক্ষার স্বাভাবিক মাত্রা সম্পর্কিত তথ্যও রোগীর বয়স, লিঙ্গ ও জাতিগত পরিচয় না বিবেচনায় রেখে প্রদর্শিত হয়েছে।
বিষয়টি প্রকাশ্যে আসার পর গুগল কিছু এআই সারাংশ সরিয়ে নিয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, চিকিৎসা ক্ষেত্রে এআই-এর সামান্য ভুলও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। স্বাস্থ্যখাতে এআই ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ ও সর্বোচ্চ নির্ভুলতা অপরিহার্য।
সিএ/এমআর


