ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস উল্টে চালকের সহকারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মেহরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন বাসচালকের সহকারী এবং অপরজন যাত্রী বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে অনিক (২৮) এবং ভালুকা উপজেলার বীরুনিয়া গ্রামের আব্দুল নুর ইসলামের ছেলে শাহজাহান সিরাজ (৪০)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস মেহরাবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভলডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেভি মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এএ


