বর্তমান সময়ে জি-মেইল শুধু ইমেইল নয়, এটি ডিজিটাল জীবনের কেন্দ্র। ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া, অফিসিয়াল কাজ, ব্যক্তিগত ছবি ও গুরুত্বপূর্ণ নথি—সবকিছুর প্রবেশদ্বার হয়ে দাঁড়িয়েছে জি-মেইল। তাই হ্যাকারের লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি বেশি। তবে কিছু সতর্কতা ও সঠিক নিরাপত্তা ব্যবস্থায় সহজেই নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব।
১. শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন
পাসওয়ার্ডে বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করুন। একই পাসওয়ার্ড কখনো অন্য অ্যাকাউন্টে ব্যবহার করবেন না।
২. টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন
লগইনের সময় ফোনে কোড না দিলে কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিংস থেকে সহজেই চালু করা যায়।
৩. সন্দেহজনক ই-মেইল ও লিংক থেকে দূরে থাকুন
ভুয়া ইমেইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। গুগল কখনো ই-মেইলে পাসওয়ার্ড চায় না।
৪. রিকভারি ফোন নম্বর ও ই-মেইল যুক্ত রাখুন
হ্যাক বা পাসওয়ার্ড ভুলে গেলে অ্যাকাউন্ট ফেরত পেতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫. লগইন ডিভাইস ও অ্যাক্টিভিটি পরীক্ষা করুন
অচেনা লোকেশন বা ডিভাইস দেখলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং সেই ডিভাইস থেকে সাইন আউট করুন।
৬. থার্ড-পার্টি অ্যাপের অনুমতি নিয়ন্ত্রণ করুন
‘সাইন ইন উইথ গুগল’ ব্যবহার করলে কোন অ্যাপ অ্যাক্সেস পেয়েছে তা নিয়মিত পরীক্ষা করুন এবং অপ্রয়োজনীয় অ্যাপ সরান।
৭. পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকুন
ফ্রি বা পাবলিক ওয়াই-ফাইতে লগইন করলে ভিপিএন ব্যবহার করুন এবং কাজ শেষে লগআউট করুন।
৮. নিরাপত্তা চেক করুন
গুগলের ‘সিকিউরিটি চেকআপ’ ব্যবহার করে দুর্বল পাসওয়ার্ড, ঝুঁকিপূর্ণ ডিভাইস ও অ্যাপ শনাক্ত করুন।
সিএ/এমআর


