পাবনায় সাবেক সংসদ সদস্য ও জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইনের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে পাবনা-৫ (পাবনা সদর) আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল এবং জুলাই আন্দোলনের শহীদ জাহিদুল ইসলাম ও মাহবুব নিলয়ের কবর জিয়ারতের মাধ্যমে প্রার্থীর নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ‘স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে দেশের মানুষরা দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল তা ৫৪ বছরের মধ্যে বাস্তবায়ন হয়নি, দেশের মানুষ আজ হতাশাগ্রস্ত। তারা পরিবর্তন চায়। এজন্য দেশের ছাত্র জনতা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিস্টদের তাড়িয়েছে।’
তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশকে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে ভোটের মাধ্যমে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় ১০ দলীয় জোটের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
সিএ/এএ


