ছোট একটি লবি বা কোণ, যেখানে দু-একজন আরাম করে বসতে পারে, বাড়ির এমন স্থান একান্ত সময় কাটানোর জন্য আদর্শ। নবদম্পতি বা বড় পরিবারের সদস্যরা এই জায়গায় আড্ডা দিতে, চা-কফি করতে বা অবসর সময় শখের কাজ করতে পারেন।
বসার জন্য আরামদায়ক চেয়ার থাকা জরুরি। কাঠের সাধারণ চেয়ার যথেষ্ট আরাম দেয় না, তাই ফোম ও কাপড় ব্যবহার করা চেয়ার বেছে নেওয়া ভালো। হাতলযুক্ত চেয়ার বা পিঠ এলিয়ে বসার সুবিধা যুক্ত চেয়ারও ব্যবহার করা যেতে পারে। ছোট একটি টেবিল রাখা যেতে পারে, আরাম করে পা রাখতে ফুট রেস্ট ব্যবহার করতে পারেন। পর্যাপ্ত আলো নিশ্চিত করতে ল্যাম্পশেড বা প্রাকৃতিক আলো সুবিধা রাখা উচিত। অন্দরসজ্জার জন্য হালকা রঙের দেয়াল বা গাছও জায়গাটিকে আরও আনন্দদায়ক করে।
এই ছোট্ট জায়গা সদ্য বিবাহিত দম্পতির একে অন্যকে বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিকেলে চা-কফি বা সন্ধ্যায় নাশতা খেতে, ছুটির দিন সকালে বসতে, একা বই পড়তে, ডায়েরি লিখতে বা পেশাগত কাজ সম্পন্ন করতেও এটি ব্যবহার করা যায়।
সিএ/এমআর


